ইবি রেজিস্ট্রারের অর্থ লেনদেনের অডিও ফাঁস, খতিয়ে দেখার নির্দেশ ভিসির
ইবি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ২২:২১:২৭ | অনলাইন সংস্করণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের সঙ্গে এক ঠিকাদারের অর্থ লেনদেনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এ ঘটনাটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
রোববার চার সদস্যের কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিসির একান্ত সচিব (২) উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কণ্ঠসদৃশ অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয় কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন ভিসি। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মিয়া রাসিদুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার।
প্রসঙ্গত, বর্তমান রেজিস্ট্রার সাবেক পরিকল্পনা উন্নয়ন পরিচালক থাকাকালীন এক ঠিকাদারের সঙ্গে কথা বলেতে শোনা যায়। এক শিক্ষার্থীর ফেসবুক আইডিতে পোস্ট সেই অডিও ভাইরাল হয়। অডিওতে ঠিকাদার রেজিস্ট্রারকে চার লাখ টাকা কখন কোথায় হস্তান্তর করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়। একইসঙ্গে অধিক সতর্কতার জন্য টাকা লেনদেনের বিষয়টি ফোনে না বলার জন্য ঠিকাদারকে কয়েকবার অনুরোধ করেন রেজিস্ট্রার।
এ ঘটনায় রেজিস্ট্রার ওই অডিওটি তার নয় দাবি করে ইবি থানায় একটি জিডি করেছেন। ওই জিডিতে তার বিভিন্ন সময়ের কথাগুলো থেকে কেটে সুপার এডিটের মাধ্যমে একত্র করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে কয়েক দফায় বিভিন্ন আইডি থেকে ইবি ভিসির ১০টির বেশি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি তার ‘কণ্ঠসদৃশ’ বলে জিডিতে উল্লেখ করেছেন। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে সমালোচনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইবি রেজিস্ট্রারের অর্থ লেনদেনের অডিও ফাঁস, খতিয়ে দেখার নির্দেশ ভিসির
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের সঙ্গে এক ঠিকাদারের অর্থ লেনদেনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এ ঘটনাটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
রোববার চার সদস্যের কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিসির একান্ত সচিব (২) উপ-রেজিস্ট্রার মনিরুজ্জামান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কণ্ঠসদৃশ অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয় কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন ভিসি। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মিয়া রাসিদুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার।
প্রসঙ্গত, বর্তমান রেজিস্ট্রার সাবেক পরিকল্পনা উন্নয়ন পরিচালক থাকাকালীন এক ঠিকাদারের সঙ্গে কথা বলেতে শোনা যায়। এক শিক্ষার্থীর ফেসবুক আইডিতে পোস্ট সেই অডিও ভাইরাল হয়। অডিওতে ঠিকাদার রেজিস্ট্রারকে চার লাখ টাকা কখন কোথায় হস্তান্তর করবেন সে সম্পর্কে আলোচনা করা হয়। একইসঙ্গে অধিক সতর্কতার জন্য টাকা লেনদেনের বিষয়টি ফোনে না বলার জন্য ঠিকাদারকে কয়েকবার অনুরোধ করেন রেজিস্ট্রার।
এ ঘটনায় রেজিস্ট্রার ওই অডিওটি তার নয় দাবি করে ইবি থানায় একটি জিডি করেছেন। ওই জিডিতে তার বিভিন্ন সময়ের কথাগুলো থেকে কেটে সুপার এডিটের মাধ্যমে একত্র করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে কয়েক দফায় বিভিন্ন আইডি থেকে ইবি ভিসির ১০টির বেশি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি তার ‘কণ্ঠসদৃশ’ বলে জিডিতে উল্লেখ করেছেন। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে সমালোচনা।