পবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

 পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি 
১৮ মে ২০২৩, ১০:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী সিফাত উল হককে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

মঙ্গলবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সিফাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামে। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া দুমকি থানায় জিডি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে।

সিফাত নিখোঁজ হয়েছেন নাকি আত্মগোপন করেছেন- এ বিষয়টি নিয়ে ক্যাম্পাসে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সিফাতের মোবাইল ফোন ও মানিব্যাগ তার নিজ কক্ষে পাওয়া গেছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন কয়েকজন শিক্ষার্থী। 

পবিপ্রবির প্রক্টর ও দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। তাকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন