Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সাংবাদিক শামছুলের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে রাবিতে মানববন্ধন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৯ এএম

সাংবাদিক শামছুলের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: যুগান্তর

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাসের করা ‘উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। কিন্তু দুঃখজনকভাবে সাংবাদিকদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। 

তিনি বলেন, যদি সাংবাদিকদের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ফ্যাসিবাদী শক্তি সবসময় সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়।

তিনি আরও বলেন, নেত্রকোনার সাবেক ডিসি বনানী বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাকে শুধুমাত্র অপসারণ করা হয়েছে, যা কোনোভাবেই যথেষ্ট নয়। একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে শাস্তি না দিয়ে কেবল পদ পরিবর্তন করা নব্য ফ্যাসিবাদের লক্ষণ।

রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিক শামছুল আলম আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই তিনি নির্ভীক সাংবাদিকতা করে আসছেন। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি রিপোর্ট করেছিলেন, তখনও নিপীড়নের শিকার হয়েছিলেন। 

তিনি আরও বলেন, নেত্রকোনার সাবেক ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রতিশোধপরায়ণভাবে তার বিরুদ্ধে জিডি করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এই হয়রানিমূলক জিডি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বনানী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটিসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক শামছুল ইসলামের বিরুদ্ধে গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নেত্রকোনার সাবেক ডিসি বনানী বিশ্বাস। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত তিনি নেত্রকোনার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম