মদ্যপ চালকের গাড়িচাপায় জাবির দুই শিক্ষার্থী আহত
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ চৌরঙ্গী এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একটি রিকশাকে চাপা দেয় প্রাইভেটকার। রিকশায় থাকা শিক্ষার্থী রিদয় দেবনাথ এবং চন্দ্রা গুরুতর আহত হন। এতে ক্ষতিগ্রস্ত রিকশাসহ চালক আঘাত পান। মঙ্গলবার (১১ নভেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা ওই প্রাইভেটকার চালক আতিকুর রহমান ও অপর দুই ব্যক্তি (তার বন্ধু) ফয়সাল আহমেদ ও সাইফুল ইসলামকে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে সোপর্দ করেন। জানা যায়, মদ্যপ অবস্থায় আতিকুর রহমান গাড়ি চালাচ্ছিলেন।
আহত হওয়া নারী শিক্ষার্থী চন্দ্রা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী এবং অপর শিক্ষার্থী রিদয় দেবনাথ বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার কিছু পরে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় ওই দুই শিক্ষার্থী রিকশা করে যাচ্ছিলেন। হঠাৎই একটা প্রাইভেটকার এসে রাস্তার মোড় ঘোরার সময় আঘাত করলে রিকশাটি উল্টে চালকসহ শিক্ষার্থীরা পড়ে যায়। পরে তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর নারী শিক্ষার্থী চন্দ্রাকে এনাম মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়িচালক আতিকুর রহমান বলেন, আমরা ভুল করেছি। আমরা এর ক্ষতিপূরণ দিয়ে চলে যেতে চাই। ক্যাম্পাসে এতো রাতে কেনো এবং কিভাবে প্রবেশ করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট দিয়ে প্রবেশ করি। গেটে নিরাপত্তাকর্মী আমাদের কিছুই জিজ্ঞাসাবাদ করেনি।
এ ঘটনায় অভিযুক্ত ওই তিনজন ব্যক্তিকে আশুলিয়া থানা পুলিশের হতে সোপর্দ করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মাদান শাহা বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর স্যারের থেকে একটি অভিযোগের প্রেক্ষিতে তিনজন ব্যক্তিকে আমাদের জিম্মায় নিয়ে যাচ্ছি। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ, তারা সবাই মদ্যপ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে গাড়ি চালিয়েছিল এবং একটি রিকশাকে ধাক্কা দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। তাদের ডোপ টেস্টের পরে এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ থেকে জিডি করলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় চৌরঙ্গী এলাকায় কিছু শিক্ষার্থী তাদের আটক করে আমাদের জানালে আমাদের টিম তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তাদের নিয়ে আসেন। তাদের তিনজনই মাদকাসক্ত অবস্থায় ছিল এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের রিকশা চাপা দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
