যৌন নির্যাতনের দায়ে স্থায়ী বহিষ্কার বাকৃবি অধ্যাপক
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ এএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে এক মালয়েশিয়ান শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে তাকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সুপারিশের আলোকে চাকরি থেকে তাকে অপসারণ করা হয়েছে। এই আদেশ ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়েছে।
