Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে আজ কোথায় কী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে। সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

বুধবার (৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপি

সকাল ১০টায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকেবন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর ২টায় ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলির পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি মাজার রোড থেকে শুরু হয়ে শাহআলী মাজার হয়ে সনি সিনেমা হলের পশ্চিম পাশ দিয়ে চিড়িয়াখানা রোড হয়ে কমার্স কলেজের সামনে দিয়ে ডানে মোড় নিয়ে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

এনসিপি

সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারে জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আন্দোলন বাস্তবায়ন কমিটি

দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এক জরুরি সংবাদ সম্মেলন করবে আন্দোলন বাস্তবায়ন কমিটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম