Logo
Logo
×

রাজধানী

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি।

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, রাতের দিকে নাখালপাড়ার বাবুলবাগ মোড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

তিনি বলেন, আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

আবু রায়হান আরও জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেও তার পরিচয় জানা যায়নি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাতে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম