মোহাম্মদপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
আহত ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে ইব্রাহীম হোসেন জুয়েল (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা দুটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ইব্রাহিম ভোলার লালমোহন উপজেলার নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকেন এবং ব্যাটারি ও টায়ারের ব্যবসা করেন বলে জানিয়েছেন স্বজনরা।
আহত ইব্রাহীমের ভাই সোহেল বলেন, আমার ভাই ব্যাটারি ও টায়ারের ব্যবসা করেন। গতরাতে তার দোকানের ভেতরে ঢুকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী হঠাৎ আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় দুষ্কৃতকারীরা আমার ভাইয়ের মোবাইল ফোন এবং ব্যাগে থাকা আমার মায়ের মোবাইলটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে আমার ভাই অচেতন অবস্থায় রয়েছে, তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বলেন, রাতে মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

