Logo
Logo
×

রাজধানী

মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় ঘটনাটি ঘটে।

ডিএনসিসি অঞ্চল-২ এর আওতাধীন মিরপুর-১ নম্বর গোল চত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ  অভিযানে নামে ডিএনসিসি। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে বেলা দেড়টার দিকে মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে পৌঁছলে ১০০-১৫০ জন দোকানদার ও হকার ম্যাজিস্ট্রেটের গাড়ি ও অভিযানে অংশগ্রহণকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উচ্ছেদে বাধাদানকারীরা ম্যাজিস্ট্রেটের গাড়ির পেছন থেকে ধাওয়া দিয়ে কয়েক দফা ভাঙচুর করে।

ঘটনাটি নিশ্চিত করে ডিএমপির শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম