রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে র্যাবের অভিযান
যুগান্তর রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ০৯:৪৪:৪৯ | অনলাইন সংস্করণ
রাজধানীর মেরুল বাড্ডায় মনির হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব -৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।
এ রিপোর্ট লেখার সময় শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চলছিল।
র্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনও শেষ হয়নি।
র্যাব জানিয়েছে, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।
অভিযানে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।
এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।
অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে র্যাবের অভিযান
রাজধানীর মেরুল বাড্ডায় মনির হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব -৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।
এ রিপোর্ট লেখার সময় শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চলছিল।
র্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান এখনও শেষ হয়নি।
র্যাব জানিয়েছে, ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।
অভিযানে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার জব্দ করেছে র্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই।
এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।
অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।