উত্তরায় হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ ব্যক্তি গ্রেফতার
যুগান্তর রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ১৩:৪২:১৬ | অনলাইন সংস্করণ
রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহরাব হোসেন (২০), মো. তৌহিদুল ইসলাম (২১), মো. উজ্জ্বল মিয়া (২৫) ও মো. সেলিম মিয়া (৩০)।
তারা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।
ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উত্তরায় হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ ব্যক্তি গ্রেফতার
রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহরাব হোসেন (২০), মো. তৌহিদুল ইসলাম (২১), মো. উজ্জ্বল মিয়া (২৫) ও মো. সেলিম মিয়া (৩০)।
তারা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।
ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।