ডেমরায় ট্রলি ব্যাগে চালকের লাশ
রাজধানীর ডেমরায় ট্রলি ব্যাগ থেকে মো. হারুন-অর রশিদ (৪৫) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাঁশেরপুল ডিএনডি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও লাল সাদা কালো চেক গেঞ্জি।
হারুন-অর রশিদ ঝালকাঠির নলছিটি থানার মাদারগুনা গ্রামের মৃত সইজউদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ ঢাকার শ্যামপুর জুরাইন খন্দকার রোড এলাকায় বসবাস করতেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই নাজমুল বলেন, বুধবার রাতে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্টে এ হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যে কোনো সময় খুনিরা ট্রলি ব্যাগের ভেতরে ভরে মৃতের মরদেহ ডিএনডি খালে ফেলে গেছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডেমরায় ট্রলি ব্যাগে চালকের লাশ
রাজধানীর ডেমরায় ট্রলি ব্যাগ থেকে মো. হারুন-অর রশিদ (৪৫) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাঁশেরপুল ডিএনডি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও লাল সাদা কালো চেক গেঞ্জি।
হারুন-অর রশিদ ঝালকাঠির নলছিটি থানার মাদারগুনা গ্রামের মৃত সইজউদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ ঢাকার শ্যামপুর জুরাইন খন্দকার রোড এলাকায় বসবাস করতেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই নাজমুল বলেন, বুধবার রাতে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্টে এ হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যে কোনো সময় খুনিরা ট্রলি ব্যাগের ভেতরে ভরে মৃতের মরদেহ ডিএনডি খালে ফেলে গেছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।