কমলাপুর রেলস্টেশনে ৮৮৫ ইয়াবাসহ গ্রেফতার ১
যুগান্তর রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২১:০৯:২৩ | অনলাইন সংস্করণ
রেলপথে ইয়াবাসহ চোরাচালান কিছুতেই যেন রোধ করা যাচ্ছে না। যাত্রীবেশে চোরাকারবারীরা বিভিন্ন ধরনের মাদকসহ স্বর্ণের বার পাচার করে আসছে।
বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মে সন্দেহজনক এক যাত্রীর দেহ তল্লাশি করে ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. আব্দুল কাদের (৩৩) দীর্ঘদিন ধরে রেল ও সড়কপথে ইয়াবা বহন করে আসছিল।
চট্টগ্রাম-কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে রাজধানীসহ বিভিন্ন জেলায় পৌঁছে দেন আব্দুল কাদের।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব-উন-হোসেন যুগান্তরকে জানান, রেলওয়ে পুলিশ সবর্দা সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।
বিভিন্ন ট্রেনে শত শত যাত্রী চলাচল করছে। চোরাকারবারী কিংবা অপরাধীরা যাত্রীবেশে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করার চেষ্টা করে। নিজস্ব ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময় রেলওয়ে পুলিশ অবৈধ মালামালসহ অপরাধীদের আটক করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কমলাপুর রেলস্টেশনে ৮৮৫ ইয়াবাসহ গ্রেফতার ১
রেলপথে ইয়াবাসহ চোরাচালান কিছুতেই যেন রোধ করা যাচ্ছে না। যাত্রীবেশে চোরাকারবারীরা বিভিন্ন ধরনের মাদকসহ স্বর্ণের বার পাচার করে আসছে।
বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মে সন্দেহজনক এক যাত্রীর দেহ তল্লাশি করে ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. আব্দুল কাদের (৩৩) দীর্ঘদিন ধরে রেল ও সড়কপথে ইয়াবা বহন করে আসছিল।
চট্টগ্রাম-কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে রাজধানীসহ বিভিন্ন জেলায় পৌঁছে দেন আব্দুল কাদের।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব-উন-হোসেন যুগান্তরকে জানান, রেলওয়ে পুলিশ সবর্দা সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।
বিভিন্ন ট্রেনে শত শত যাত্রী চলাচল করছে। চোরাকারবারী কিংবা অপরাধীরা যাত্রীবেশে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করার চেষ্টা করে। নিজস্ব ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময় রেলওয়ে পুলিশ অবৈধ মালামালসহ অপরাধীদের আটক করছে।