রাজধানীতে চাঁদাবাজ চক্রের প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
১৬ জানুয়ারি ২০২১, ১৪:৫৬:২৬ | অনলাইন সংস্করণ
একটি চাঁদাবাজ চক্রের প্রধানসহ ছয় সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার যাত্রাবাড়ী, মতিঝিল, তুরাগ ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বেল্লাল খান, রাকিব খান টিটুল, আ. হান্নান, দেলোয়ার হোসেন, সোহাগ ও মো. খোরশেদ আলম।
শনিবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নথিপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার বই ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ব্যবসায়ী সমিতির বার্ষিক সদস্য পরিচিতি বই সংগ্রহ করে ব্যবসায়ী ও চাকরিজীবীদের মোবাইলে ফোন করে নিজেদের শীর্ষ সন্ত্রাসী দাবি করে বী ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজধানীতে চাঁদাবাজ চক্রের প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার
একটি চাঁদাবাজ চক্রের প্রধানসহ ছয় সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার যাত্রাবাড়ী, মতিঝিল, তুরাগ ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বেল্লাল খান, রাকিব খান টিটুল, আ. হান্নান, দেলোয়ার হোসেন, সোহাগ ও মো. খোরশেদ আলম।
শনিবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নথিপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার বই ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ব্যবসায়ী সমিতির বার্ষিক সদস্য পরিচিতি বই সংগ্রহ করে ব্যবসায়ী ও চাকরিজীবীদের মোবাইলে ফোন করে নিজেদের শীর্ষ সন্ত্রাসী দাবি করে বী ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।