রাজধানীতে বুক বাইন্ডিং কারখানায় মাদ্রাসা ছাত্রের লাশ
যুগান্তর প্রতিবেদন
১৭ জানুয়ারি ২০২১, ২১:৫২:১১ | অনলাইন সংস্করণ
রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে আনিস বুক বাইন্ডিং কারখানা থেকে মোহাম্মদ শুভ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন দুপুর আড়াইটায় মৃতদেহ উদ্ধার করে। রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন যুগান্তরকে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ওই বুক বাইন্ডিং কারখানার আনিস যুগান্তরকে বলেন, শুভর ভাই শাওন আমার কারখানা দীর্ঘদিন ধরে কাজ করে। গত তিনদিন আগে শুভকে কারখানায় নিয়ে আসে কাজের জন্য।
রোববার দুপুরে কারখানার পাটাতনের ওপর সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় নামিয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজধানীতে বুক বাইন্ডিং কারখানায় মাদ্রাসা ছাত্রের লাশ
রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে আনিস বুক বাইন্ডিং কারখানা থেকে মোহাম্মদ শুভ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন দুপুর আড়াইটায় মৃতদেহ উদ্ধার করে। রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই ইসমাইল হোসেন যুগান্তরকে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ওই বুক বাইন্ডিং কারখানার আনিস যুগান্তরকে বলেন, শুভর ভাই শাওন আমার কারখানা দীর্ঘদিন ধরে কাজ করে। গত তিনদিন আগে শুভকে কারখানায় নিয়ে আসে কাজের জন্য।
রোববার দুপুরে কারখানার পাটাতনের ওপর সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় নামিয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।