কাওলায় বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
যুগান্তর প্রতিবেদন
১৮ জানুয়ারি ২০২১, ১০:৩৩:০৯ | অনলাইন সংস্করণ
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক এলাকায়।
পুলিশ জানিয়েছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।
বিমানবন্দর থানার ওসি ফরমান আলী যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাওলায় বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক এলাকায়।
পুলিশ জানিয়েছে, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।
বিমানবন্দর থানার ওসি ফরমান আলী যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।