ঢাকার ডেমরায় ২০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ৬ কারবারি
ডেমরা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২২:৩৮:৫৪ | অনলাইন সংস্করণ
রাজধানীর ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
মাদক মামলায়সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার দিবাগত রাতে সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি (ঢাকা মেট্রো-গ-৩৫-৪৮৯৬) প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ছেংগারচর থানার হাশিমপুর গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৩৩), রংপুরের পীরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড চক করিম গ্রামের মো. আতোয়ার মন্ডলের ছেলে চালক মো. ইউনুস আলী (৩৪), ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামের মো. শাহ আলম শেখের ছেলে মো. তারেক (৩২), ঢাকার ভাটারা থানাধীন নয়ানগর মোল্লাপাড়া গ্রামের মো. ইউসুফ মোল্লা (২৪), চাঁদপুরের উত্তর মতলব থানার আম্মাকান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. কালাম (৩০) ও খুলনার খালিশপুর থানার খালিশপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আলী আজম (৪৪)।
এ ঘটনায় পাইকারি ইয়াবা কারবারি টেকনাফের উখিয়া থানা এলাকার নূর আলম (৩৫) পলাতক রয়েছেন। এ বিষয়ে রোববার রাতে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে টেকনাফের নূর আলমের কাছ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকার ডেমরায় ২০ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ৬ কারবারি
রাজধানীর ডেমরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
মাদক মামলায় সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার দিবাগত রাতে সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি (ঢাকা মেট্রো-গ-৩৫-৪৮৯৬) প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ছেংগারচর থানার হাশিমপুর গ্রামের মো. দ্বীন ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৩৩), রংপুরের পীরগঞ্জ থানার ৩নং ওয়ার্ড চক করিম গ্রামের মো. আতোয়ার মন্ডলের ছেলে চালক মো. ইউনুস আলী (৩৪), ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদ গ্রামের মো. শাহ আলম শেখের ছেলে মো. তারেক (৩২), ঢাকার ভাটারা থানাধীন নয়ানগর মোল্লাপাড়া গ্রামের মো. ইউসুফ মোল্লা (২৪), চাঁদপুরের উত্তর মতলব থানার আম্মাকান্দা গ্রামের মো. মোস্তফার ছেলে মো. কালাম (৩০) ও খুলনার খালিশপুর থানার খালিশপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আলী আজম (৪৪)।
এ ঘটনায় পাইকারি ইয়াবা কারবারি টেকনাফের উখিয়া থানা এলাকার নূর আলম (৩৫) পলাতক রয়েছেন। এ বিষয়ে রোববার রাতে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে টেকনাফের নূর আলমের কাছ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিল।