মেয়ের বিরুদ্ধে জিডি সাবেক বিচারপতির
মেয়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক বিচারপতি মো. শামসুল হুদা। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
সাবেক বিচারপতি শামসুল হুদার করা জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, শামসুল হুদার মেয়ে তুহিন সুলতানা স্বামীকে তালাক দিয়েছেন। তিনি আরেকজনের সঙ্গে চলে গেছেন। তাই তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। মাঝে একদিন তুহিন সুলতানা বিচারপতির বাসায় এসে স্বর্ণালঙ্কার নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল।
শামসুল হুদার স্ত্রীর নামে নিবন্ধন করা মুঠোফোনের সিম ব্যবহার করে মজার টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহসান স্বপ্নর সঙ্গে আঁতাত করে তুহিন শামসুল হুদার মানহানি করেছেন। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনে মামলা করবেন বলেও জিডিতে বলা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেয়ের বিরুদ্ধে জিডি সাবেক বিচারপতির
মেয়ের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক বিচারপতি মো. শামসুল হুদা। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
সাবেক বিচারপতি শামসুল হুদার করা জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, শামসুল হুদার মেয়ে তুহিন সুলতানা স্বামীকে তালাক দিয়েছেন। তিনি আরেকজনের সঙ্গে চলে গেছেন। তাই তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। মাঝে একদিন তুহিন সুলতানা বিচারপতির বাসায় এসে স্বর্ণালঙ্কার নিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল।
শামসুল হুদার স্ত্রীর নামে নিবন্ধন করা মুঠোফোনের সিম ব্যবহার করে মজার টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহসান স্বপ্নর সঙ্গে আঁতাত করে তুহিন শামসুল হুদার মানহানি করেছেন। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনে মামলা করবেন বলেও জিডিতে বলা হয়।