পূর্বাচলে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
২৩ জানুয়ারি ২০২১, ০০:০৩:১৭ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়েঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত নয়টায় সদর ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন কুমারটেক এলাকার মো. মাসুম (৪০), তাঁর স্ত্রী সীমা আক্তার (৩৩), ছেলে রাসেল মিয়া (১৭) ও রহমত উল্লাহ (১০)।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পূর্বাচলে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত নয়টায় সদর ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন কুমারটেক এলাকার মো. মাসুম (৪০), তাঁর স্ত্রী সীমা আক্তার (৩৩), ছেলে রাসেল মিয়া (১৭) ও রহমত উল্লাহ (১০)।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।