হাইকোর্ট মাজার এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন
যুগান্তর প্রতিবেদন
২৩ জানুয়ারি ২০২১, ২৩:০৪:১৩ | অনলাইন সংস্করণ
রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজার এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত (৩৫) এক যুবক খুন হয়েছেন। নিহতের পরনে ছিল ছাঁই রংয়ের প্যান্ট ও নীল হাপ হাতা টি-শার্ট এবং কালো হাফ জ্যাকেট।
শনিবার রাত পৌনে নয়টায় হাইকোর্ট মাজার অদূরে ঈদগাহ গেট সংলগ্ন রাস্তায় ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী রিকশাচালক আব্দুর রহমান মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান জানান, রাস্তায় ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই যুবক। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাম পায়ের উরুতে এবং বাম হাত ও ডান হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, নিহতের প্যান্টের পকেটে নগদ ১৬ হাজার টাকা পাওয়া গেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে- তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাইকোর্ট মাজার এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজার এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত (৩৫) এক যুবক খুন হয়েছেন। নিহতের পরনে ছিল ছাঁই রংয়ের প্যান্ট ও নীল হাপ হাতা টি-শার্ট এবং কালো হাফ জ্যাকেট।
শনিবার রাত পৌনে নয়টায় হাইকোর্ট মাজার অদূরে ঈদগাহ গেট সংলগ্ন রাস্তায় ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী রিকশাচালক আব্দুর রহমান মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান জানান, রাস্তায় ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই যুবক। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাম পায়ের উরুতে এবং বাম হাত ও ডান হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, নিহতের প্যান্টের পকেটে নগদ ১৬ হাজার টাকা পাওয়া গেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে- তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।