‘রক্তবন্ধু’র উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
যুগান্তর প্রতিবেদন
২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭:৪৯ | অনলাইন সংস্করণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন ‘রক্তবন্ধু’।
রাজধানীর আদাবর থানার মেহেদীবাগ হাউজিংয়ে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন রক্তবন্ধু ইরফান পাঠান, শিব্বির আহমেদ, মাসুদ আলম রানা ও তাসনিমুল বারীসহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।
‘রক্তবন্ধু’র প্রতিষ্ঠাতা তাসনিমুল বারি নাবিন বলেন, ‘রক্তবন্ধু’ দেশজুড়ে রক্তদাতাদের একটি বৃহত্তর সংগঠন ও প্লাটফর্ম। ‘রক্তবন্ধু’তে রেজিস্ট্রেশন করে যে কেউ এর সদস্য হতে পারেন। এছাড়া প্লেস্টোরে রক্তবন্ধুর একটি অ্যাপসও রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘রক্তবন্ধু’র উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন ‘রক্তবন্ধু’।
রাজধানীর আদাবর থানার মেহেদীবাগ হাউজিংয়ে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন রক্তবন্ধু ইরফান পাঠান, শিব্বির আহমেদ, মাসুদ আলম রানা ও তাসনিমুল বারীসহ আরও অনেকে। আয়োজকরা জানান, তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন।
‘রক্তবন্ধু’র প্রতিষ্ঠাতা তাসনিমুল বারি নাবিন বলেন, ‘রক্তবন্ধু’ দেশজুড়ে রক্তদাতাদের একটি বৃহত্তর সংগঠন ও প্লাটফর্ম। ‘রক্তবন্ধু’তে রেজিস্ট্রেশন করে যে কেউ এর সদস্য হতে পারেন। এছাড়া প্লেস্টোরে রক্তবন্ধুর একটি অ্যাপসও রয়েছে।