পানিতে দুর্গন্ধ, ট্যাঙ্ক খুলে মিলল শিশুর লাশ
যুগান্তর প্রতিবেদন
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৮:১১ | অনলাইন সংস্করণ
রাজধানীর শ্যামপুর এলাকার একটি তিনতলা বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে আনুমানিক তিন বছর বয়সী এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির পরিচয় সম্পর্কে জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকালে শ্যামপুরের করিম উল্লাহবাগ এলাকার নাসির উদ্দিনের তিনতলার বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে অন্তত দু’দিন আগে হত্যার পর ওই ট্যাঙ্কে ফেলে যায় খুনিরা।
শ্যামপুর থানার ওসি মফিজুল আলম মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তিনতলা ওই বাড়িতে বাড়িওয়ালার পরিবার এবং একটি ভাড়াটিয়া বসবাস করে। ছাদে বাইরে থেকে কারো যাওয়ার সুযোগ কম। ঘটনাটি আমরা নিবিড়ভাবে অনুসন্ধান করছি।
তিনি বলেন, শিশুটিকে অন্তত দু’দিন আগে হত্যা করা হয়েছে। শিশুটির লাশে পচন ধরেছে। চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পানিতে দুর্গন্ধ হওয়ায় পানির ট্যাঙ্ক খুলেন বাড়ির মালিক। সেখানে শিশুর লাশ দেখে থানায় জানানোর পর লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পানিতে দুর্গন্ধ, ট্যাঙ্ক খুলে মিলল শিশুর লাশ
রাজধানীর শ্যামপুর এলাকার একটি তিনতলা বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে আনুমানিক তিন বছর বয়সী এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির পরিচয় সম্পর্কে জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকালে শ্যামপুরের করিম উল্লাহবাগ এলাকার নাসির উদ্দিনের তিনতলার বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে অন্তত দু’দিন আগে হত্যার পর ওই ট্যাঙ্কে ফেলে যায় খুনিরা।
শ্যামপুর থানার ওসি মফিজুল আলম মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তিনতলা ওই বাড়িতে বাড়িওয়ালার পরিবার এবং একটি ভাড়াটিয়া বসবাস করে। ছাদে বাইরে থেকে কারো যাওয়ার সুযোগ কম। ঘটনাটি আমরা নিবিড়ভাবে অনুসন্ধান করছি।
তিনি বলেন, শিশুটিকে অন্তত দু’দিন আগে হত্যা করা হয়েছে। শিশুটির লাশে পচন ধরেছে। চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পানিতে দুর্গন্ধ হওয়ায় পানির ট্যাঙ্ক খুলেন বাড়ির মালিক। সেখানে শিশুর লাশ দেখে থানায় জানানোর পর লাশ উদ্ধার করা হয়।