লেখক মুশতাকের মৃত্যুতে বিক্ষোভ, ৭ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
যুগান্তর প্রতিবেদন
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩০:৩২ | অনলাইন সংস্করণ
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সাতজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এই আদেশ দেন।
গ্রেপ্তার সাতজন হলেন- তামজিদ হায়দার, নজির আমিন চৌধুরী, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। বিক্ষোভের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করে শাহবাগ থানার পুলিশ। মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, পুলিশ হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাতজনকে এদিন আদালতে হাজির করে সাত দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত সাতজনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
লেখক মুশতাক আহমেদ বন্দী অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এর প্রতিবাদে শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর, প্রেসক্লাব এলাকা এবং শাহবাগে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল বের করে।
এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সাতজনকে গ্রেপ্তার করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লেখক মুশতাকের মৃত্যুতে বিক্ষোভ, ৭ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সাতজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এই আদেশ দেন।
গ্রেপ্তার সাতজন হলেন- তামজিদ হায়দার, নজির আমিন চৌধুরী, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। বিক্ষোভের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করে শাহবাগ থানার পুলিশ। মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, পুলিশ হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাতজনকে এদিন আদালতে হাজির করে সাত দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত সাতজনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
লেখক মুশতাক আহমেদ বন্দী অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এর প্রতিবাদে শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর, প্রেসক্লাব এলাকা এবং শাহবাগে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল বের করে।
এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সাতজনকে গ্রেপ্তার করে।