কুড়িলে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
যুগান্তর প্রতিবেদন
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০:০৯ | অনলাইন সংস্করণ
রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল বারেক (৪৯)।
ঢাকা রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আবদুল বারেক। নিহত বারেক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পাইকপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি গুলশান টেকপাড়া এলাকায় থাকতেন। গুলশান এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুড়িলে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল বারেক (৪৯)।
ঢাকা রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আবদুল বারেক। নিহত বারেক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পাইকপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি গুলশান টেকপাড়া এলাকায় থাকতেন। গুলশান এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মীর চাকরি করতেন তিনি।