Logo
Logo
×

রাজধানী

পিকআপভ্যানে মিলল ২৬ কেজি গাঁজা 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৪:৫৬ এএম

পিকআপভ্যানে মিলল ২৬ কেজি গাঁজা 

রাজধানীর শ্যামলী থেকে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। 

বৃহস্পতিবার শ্যামলী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন মো. আসাদুল (৩৫), মো. নাদিম (৩৪), মো. রাজ (৩০) ও মো. হৃদয় (৩৩)।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপভ্যান যোগে গাঁজার একটি চালান ঢাকায় নিয়ে আসে। খবর পেয়ে শ্যামলী এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। র‌্যাবের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পরে চারজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপভ্যান থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করত। এর পর কাঁচামাল পরিবহণের আড়ালে এসব মাদক তারা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত।

পিকআপভ্যান গাঁজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম