বাড়ির গেটের সামনে ভ্রাম্যমাণ টয়লেট, চরম বিপাকে স্থানীয়রা
যুগান্তর ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ২০:২১:০৪ | অনলাইন সংস্করণ
ডিএনসিসির ৫নং ওয়ার্ডের বাউনিয়াবাদ এলাকার একটি বাসার গেট বরাবর স্থাপন করা হচ্ছে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, বসতভিটার সামনে ফুটপাতজুড়ে গর্ত খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এ বিষয়ে নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেন, আমাদের অনুমতি দেওয়া হয়েছে এখানে ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণের। এখানে ময়লার ট্যাংক রাখা হবে। এসব ময়লা পরে সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়ে যাবে।
বাসার সামনে টয়লেট কেন? আরও তো অনেক ফাঁকা জায়গা রয়েছে। তাছাড়া এই এলাকায় পাবলিক টয়লেটের প্রয়োজন তেমনটা নেই- এ প্রশ্নে তিনি বলেন, সেটা আপনি যারা অনুমতি দিয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন।
যে বাড়িটির সামনে টয়লেট স্থাপন সেই বাড়ির বাসিন্দা ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী ঘরে থাকে না। আমি আমার যুবতী মেয়েছেলে নিয়ে বাড়িতে থাকি। বাড়িতে ভাড়াটিয়া রয়েছে। বাসার নিচে কিছু দোকান রয়েছ। এখন যদি এখানে টয়লেট করে তাহলে আমরা বসবাস করব কীভাবে। আশপাশে বহু খালি জায়গা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাড়ির গেটের সামনে ভ্রাম্যমাণ টয়লেট, চরম বিপাকে স্থানীয়রা
ডিএনসিসির ৫নং ওয়ার্ডের বাউনিয়াবাদ এলাকার একটি বাসার গেট বরাবর স্থাপন করা হচ্ছে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, বসতভিটার সামনে ফুটপাতজুড়ে গর্ত খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এ বিষয়ে নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি বলেন, আমাদের অনুমতি দেওয়া হয়েছে এখানে ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণের। এখানে ময়লার ট্যাংক রাখা হবে। এসব ময়লা পরে সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়ে যাবে।
বাসার সামনে টয়লেট কেন? আরও তো অনেক ফাঁকা জায়গা রয়েছে। তাছাড়া এই এলাকায় পাবলিক টয়লেটের প্রয়োজন তেমনটা নেই- এ প্রশ্নে তিনি বলেন, সেটা আপনি যারা অনুমতি দিয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন।
যে বাড়িটির সামনে টয়লেট স্থাপন সেই বাড়ির বাসিন্দা ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী ঘরে থাকে না। আমি আমার যুবতী মেয়েছেলে নিয়ে বাড়িতে থাকি। বাড়িতে ভাড়াটিয়া রয়েছে। বাসার নিচে কিছু দোকান রয়েছ। এখন যদি এখানে টয়লেট করে তাহলে আমরা বসবাস করব কীভাবে। আশপাশে বহু খালি জায়গা রয়েছে।