দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল শিশুর
যুগান্তর প্রতিবেদন
২০ জানুয়ারি ২০২২, ১৮:৫৪:৫১ | অনলাইন সংস্করণ
রাজধানী মগবাজার মোড়ে দুই বাসের পাল্লাপাল্লিতে মো. রাকিব (১৪) নামে এক শিশুনিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান যুগান্তরকে এই নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গুরুতর আহতাবস্থায় শিশু রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা একজন পথচারী জানান, মগবাজার মোড় আজমেরী পরিবহণেরএকটি বাস ও অন্য একটি বাসের মাঝখানে পড়ে গুরুতর আহত হয় শিশুরাকিব।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বরেন, ময়না তদন্তের জন্যরাকিবের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল শিশুর
রাজধানী মগবাজার মোড়ে দুই বাসের পাল্লাপাল্লিতে মো. রাকিব (১৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান যুগান্তরকে এই নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গুরুতর আহতাবস্থায় শিশু রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা একজন পথচারী জানান, মগবাজার মোড় আজমেরী পরিবহণের একটি বাস ও অন্য একটি বাসের মাঝখানে পড়ে গুরুতর আহত হয় শিশু রাকিব।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বরেন, ময়না তদন্তের জন্য রাকিবের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।