কারওয়ান বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরালেন মেয়র আতিক
jugantor
কারওয়ান বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরালেন মেয়র আতিক

  যুগান্তর প্রতিবেদন  

২২ জানুয়ারি ২০২২, ১৮:৩৭:৪৯  |  অনলাইন সংস্করণ

কাওরান বাজারের ক্রেতা ও বিক্রেতাদের নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার কারওয়ান বাজারে ডিএনসিসির ১০দিনব্যাপী ‘আমার মাস্ক, আমার সুরক্ষা’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন শেষে কারওয়ান বাজার পরিদর্শন করে ক্রেতা- বিক্রেতার মাস্ক ছাড়া চলাচল করায় দুঃখ প্রকাশ করেন।

গতকাল সকাল ১০টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কারওয়ান বাজার পরিদর্শন করেন। এসময় অনেক মাস্ক ছাড়া চলাচল করতে দেখে মেয়র তাদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে দেন। এসব মানুষকে ডিএনসিসির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

কারওয়ান বাজারের ভেতর মেয়র আতিকুল প্রবেশ করতেই যাদের মুখে মাস্ক ছিল না, তারা দ্রুত মাস্ক পরতে তাড়াহুড়ো করেন। এটা দেখে মেয়র বলেন, আমাকে খুশি করতে নয়, নিজে খুশি থাকতে এবং পরিবারকে খুশি রাখতে মাস্ক পরুন।

এসময় একজনকে নাকের নিচে মাস্ক পরতে দেখে বলেন, মাস্ক পরতে হবে নাক ও মুখ ঢেকে। এসময় তিনি সবাইকে নিয়ে শ্লোগান দেন।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।


কারওয়ান বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরালেন মেয়র আতিক

 যুগান্তর প্রতিবেদন 
২২ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম  |  অনলাইন সংস্করণ

কাওরান বাজারের ক্রেতা ও বিক্রেতাদের নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

শনিবার কারওয়ান বাজারে ডিএনসিসির ১০দিনব্যাপী ‘আমার মাস্ক, আমার সুরক্ষা’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন শেষে কারওয়ান বাজার পরিদর্শন করে ক্রেতা- বিক্রেতার মাস্ক ছাড়া চলাচল করায় দুঃখ প্রকাশ করেন। 

গতকাল সকাল ১০টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কারওয়ান বাজার পরিদর্শন করেন। এসময় অনেক মাস্ক ছাড়া চলাচল করতে দেখে মেয়র তাদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে দেন। এসব মানুষকে ডিএনসিসির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। 

কারওয়ান বাজারের ভেতর মেয়র আতিকুল প্রবেশ করতেই যাদের মুখে মাস্ক ছিল না, তারা দ্রুত মাস্ক পরতে তাড়াহুড়ো করেন। এটা দেখে মেয়র বলেন, আমাকে খুশি করতে নয়, নিজে খুশি থাকতে এবং পরিবারকে খুশি রাখতে মাস্ক পরুন।

এসময় একজনকে নাকের নিচে মাস্ক পরতে দেখে বলেন, মাস্ক পরতে হবে নাক ও মুখ ঢেকে। এসময় তিনি সবাইকে নিয়ে শ্লোগান দেন।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।


 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন