রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষকে ভর্তির জন্য চাপ, প্রতারক গ্রেফতার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৭:০৬ | অনলাইন সংস্করণ
কলেজে ছাত্র ভর্তি করাতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয় দিয়ে চাপ প্রয়োগকারী চন্দ্রশেখর মিস্ত্রি (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানান।
তিনি বলেন, গত ২০ জানুয়ারি দুপুরের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয়ে একজন ব্যক্তি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে একজন ছাত্রকে ভর্তির জন্য চাপ প্রয়োগ করে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্রশেখর মিস্ত্রি (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।
প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রি মাস্টার্স পাস করলেও সময় বুঝে প্রতারণার জন্য মানুষের কাছে নিজেকে বিভিন্ন পরিচয়ে উপস্থাপন করত। কখনও নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, কখনও প্রধানমন্ত্রীর এপিএস, আবার কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, মন্ত্রিপরিষদ সচিবের পিএস, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল-কলেজে ভর্তি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রায় শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া সে প্রতারণার দায়ে ২০১৬ সালেও তেজগাঁও থানায় গ্রেফতার হয়েছিল। তার প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা আমরা তা খতিয়ে দেখছি।
সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার আরও জানান, প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রির কাছ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির প্রার্থীদের সিভি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বদলির আবেদন, বিভিন্ন সরকারি স্কুল-কলেজের ভর্তির আবেদন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, মোবাইল নম্বর ও সিল এবং ৬টি মোবাইল ফোন, ৪টি ডেবিট কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষকে ভর্তির জন্য চাপ, প্রতারক গ্রেফতার
কলেজে ছাত্র ভর্তি করাতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয় দিয়ে চাপ প্রয়োগকারী চন্দ্রশেখর মিস্ত্রি (৪২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য জানান।
তিনি বলেন, গত ২০ জানুয়ারি দুপুরের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয়ে একজন ব্যক্তি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে একজন ছাত্রকে ভর্তির জন্য চাপ প্রয়োগ করে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে চন্দ্রশেখর মিস্ত্রি (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।
প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রি মাস্টার্স পাস করলেও সময় বুঝে প্রতারণার জন্য মানুষের কাছে নিজেকে বিভিন্ন পরিচয়ে উপস্থাপন করত। কখনও নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার, কখনও প্রধানমন্ত্রীর এপিএস, আবার কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস, মন্ত্রিপরিষদ সচিবের পিএস, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, বদলি, স্কুল-কলেজে ভর্তি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রেরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রায় শতাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া সে প্রতারণার দায়ে ২০১৬ সালেও তেজগাঁও থানায় গ্রেফতার হয়েছিল। তার প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা আমরা তা খতিয়ে দেখছি।
সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার আরও জানান, প্রতারক চন্দ্রশেখর মিস্ত্রির কাছ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির প্রার্থীদের সিভি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বদলির আবেদন, বিভিন্ন সরকারি স্কুল-কলেজের ভর্তির আবেদন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, মোবাইল নম্বর ও সিল এবং ৬টি মোবাইল ফোন, ৪টি ডেবিট কার্ড ও বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।