বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে ‘কোটি কোটি টাকা আত্মসাৎ’, গ্রেফতার ২
যুগান্তর প্রতিবেদন
১৮ মে ২০২২, ০৬:০২:৪০ | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, এ প্রতারক চক্রের প্রধান মনসুর আহমেদ এবং তার অন্যতম এক সহযোগীকে পল্টন এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। তারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজের প্রলোভন দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।
তিনি আরো বলেন, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধুর পরিবারের নাম ভাঙিয়ে ‘কোটি কোটি টাকা আত্মসাৎ’, গ্রেফতার ২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, এ প্রতারক চক্রের প্রধান মনসুর আহমেদ এবং তার অন্যতম এক সহযোগীকে পল্টন এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। তারা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজের প্রলোভন দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।
তিনি আরো বলেন, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।