২৬ জনকে গ্রেফতার, নানা কৌশলে ছিনতাই-চাঁদাবাজি করত তারা
যুগান্তর প্রতিবেদন
২৭ মে ২০২২, ১৭:৪৮:৩০ | অনলাইন সংস্করণ
রাজধানীতে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, পল্টন ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা নানা কৌশলে ছিনতাই, চাঁদাবাজি করত বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর পল্টন এবং ওয়ারী থানাধীন এলাকায় কতিপয় সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করত। এরা সুযোগ বুঝে ছিনতাইও করছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবননাশের হুমকি দেয়। তাদের অত্যাচারে দোকানদারদের স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা দুর্বিসহ হয়ে উঠে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতাররা নানা কৌশলে ফুটপাতের দোকান, লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি করত। আবার রাস্তায় ওৎপেতে থেকে পথচারী, রিকশা ও সিএনজি আরোহীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
গ্রেফতাররা হলো- মোশারেফ (২৯), মাসুদ রায়হান (২৮), রোকন (২৯), বিল্লাল হোসেন (৩৩), আকতার হোসেন (৩৫), হারুন (৪৮), সাহেব আলী(৪৯), জুয়েল (৪৩), আরিফ চৌধুরী (৫৩), আল আমিন (৩৩), সুমন (৩৩), রানা (২৬), ইমান আলী (৪০), ইকবাল (৪৫), সুমন (২৯), আব্দুর রহমান (১৯), সাইফুল মিয়া (২৩), রিপন মিয়া (২১), আমিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), আনোয়ার হোসেন (৪৮), সোহেল (৩০), শরিফ (২২), মোবারক (২১), আল আমিন (২৬), সুরুজ মিয়া (২৮)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ক্ষুর এবং ৮টি সুইচ গিয়ার চাকু, নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা এবং ১৫টি মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবোঝাই গাড়ি থেকে ১শ থেকে ৫শ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল। তাছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকানগুলোর মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রত্যেক দোকানির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।
তিনি জানান, গ্রেফতাররা রাস্তায় ওৎপেতে থাকে। সুযোগ বুঝে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারী, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২৬ জনকে গ্রেফতার, নানা কৌশলে ছিনতাই-চাঁদাবাজি করত তারা
রাজধানীতে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, পল্টন ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা নানা কৌশলে ছিনতাই, চাঁদাবাজি করত বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর পল্টন এবং ওয়ারী থানাধীন এলাকায় কতিপয় সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করত। এরা সুযোগ বুঝে ছিনতাইও করছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবননাশের হুমকি দেয়। তাদের অত্যাচারে দোকানদারদের স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা দুর্বিসহ হয়ে উঠে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতাররা নানা কৌশলে ফুটপাতের দোকান, লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি করত। আবার রাস্তায় ওৎপেতে থেকে পথচারী, রিকশা ও সিএনজি আরোহীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
গ্রেফতাররা হলো- মোশারেফ (২৯), মাসুদ রায়হান (২৮), রোকন (২৯), বিল্লাল হোসেন (৩৩), আকতার হোসেন (৩৫), হারুন (৪৮), সাহেব আলী(৪৯), জুয়েল (৪৩), আরিফ চৌধুরী (৫৩), আল আমিন (৩৩), সুমন (৩৩), রানা (২৬), ইমান আলী (৪০), ইকবাল (৪৫), সুমন (২৯), আব্দুর রহমান (১৯), সাইফুল মিয়া (২৩), রিপন মিয়া (২১), আমিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), আনোয়ার হোসেন (৪৮), সোহেল (৩০), শরিফ (২২), মোবারক (২১), আল আমিন (২৬), সুরুজ মিয়া (২৮)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ক্ষুর এবং ৮টি সুইচ গিয়ার চাকু, নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা এবং ১৫টি মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবোঝাই গাড়ি থেকে ১শ থেকে ৫শ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল। তাছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকানগুলোর মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রত্যেক দোকানির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।
তিনি জানান, গ্রেফতাররা রাস্তায় ওৎপেতে থাকে। সুযোগ বুঝে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারী, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।