রাজধানীতে বাস-ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
০২ জুলাই ২০২২, ১৩:৩৮:৪৬ | অনলাইন সংস্করণ
রাজধানীর গুলিস্তানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসচাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে একজনের মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৩০ বছর।
ওসি বলেন, সকালে মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে মনজিল পরিবহণের বাসের চাপায় আহত হন জাহাঙ্গীর। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
অন্যদিকে ৩০ বছর বয়সি সেই যুবক গুলিস্তান হল মার্কেটের সামনে শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া বলেন, তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা পথশিশুরা জানিয়েছে, তিনি ভবঘুরে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজধানীতে বাস-ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
রাজধানীর গুলিস্তানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসচাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে একজনের মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। তার বয়স আনুমানিক ৩০ বছর।
ওসি বলেন, সকালে মাওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে মনজিল পরিবহণের বাসের চাপায় আহত হন জাহাঙ্গীর। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
অন্যদিকে ৩০ বছর বয়সি সেই যুবক গুলিস্তান হল মার্কেটের সামনে শুক্রবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া বলেন, তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা পথশিশুরা জানিয়েছে, তিনি ভবঘুরে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।