তেল কম দেওয়ায় আরেক পাম্পে অভিযান, ১ লাখ টাকা জরিমানা
তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে রাজধানীর আরেকটি তেলের পাম্পে। মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল হকের নেতৃত্বে মোহাম্মদপুরের আসাদগেট এলাকার মেসার্স তালুকদার ফিলিং অ্যান্ড সার্ভিসেস সেন্টারে আভিযান পরিচালনা করা হয়। এ সময় পেট্রল পাম্পটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইএ’র উপ-পরিচালক মো. রিয়াজুল হক বলেন, এ ফিলিং স্টেশনটির বিরুদ্ধে বেশ অভিযোগ ছিল। তারা পরিমাণে তেল কম দিচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাচাই করতে আমাদের টিম কাজ করে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের একটি টিম এসে সরাসরি তাদের থেকে তেল সংগ্রহ করে।
‘তারা (মেসার্স তালুকদার ফিলিং অ্যান্ড সার্ভিসেস সেন্টার) তেল কম দেওয়ার বিষয়টি আমাদের হাতে ধরা পড়েছে। এ সময় তাদের ৫টি অকটেন ডিসপোসিং ইউনিটের মধ্যে দুইটিতে ৪০ মিলি ও আরও দুইটিতে ৬০ মিলি এবং ১টিতে ৫০ মিলি লিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এক লাখ টাকা জরিমানা করেছি।’
তেল কম দেওয়ায় আরেক পাম্পে অভিযান, ১ লাখ টাকা জরিমানা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ২০:১০:৫৬ | অনলাইন সংস্করণ
তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে রাজধানীর আরেকটি তেলের পাম্পে। মোহাম্মদপুরে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল হকের নেতৃত্বে মোহাম্মদপুরের আসাদগেট এলাকার মেসার্স তালুকদার ফিলিং অ্যান্ড সার্ভিসেস সেন্টারে আভিযান পরিচালনা করা হয়। এ সময় পেট্রল পাম্পটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইএ’র উপ-পরিচালক মো. রিয়াজুল হক বলেন, এ ফিলিং স্টেশনটির বিরুদ্ধে বেশ অভিযোগ ছিল। তারা পরিমাণে তেল কম দিচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাচাই করতে আমাদের টিম কাজ করে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের একটি টিম এসে সরাসরি তাদের থেকে তেল সংগ্রহ করে।
‘তারা (মেসার্স তালুকদার ফিলিং অ্যান্ড সার্ভিসেস সেন্টার) তেল কম দেওয়ার বিষয়টি আমাদের হাতে ধরা পড়েছে। এ সময় তাদের ৫টি অকটেন ডিসপোসিং ইউনিটের মধ্যে দুইটিতে ৪০ মিলি ও আরও দুইটিতে ৬০ মিলি এবং ১টিতে ৫০ মিলি লিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এক লাখ টাকা জরিমানা করেছি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023