স্ত্রীকে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামী আটক
মিরপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ০০:০১:৪৩ | অনলাইন সংস্করণ
রাজধানীর মিরপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামীকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর মিরপুর ৭ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। ঘাতক ওই স্বামীর নাম আবদুল হান্নান।
পল্লবী থানার এসআই ও ফাঁড়ি ইনচার্জ সজীব যুগান্তরকে জানান, আবদুল হান্নানের স্ত্রী সাথী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী দেশের বাড়ি বাঘেরহাটে বসবাস করতো। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতে আবদুল হান্নান একটি বড় ছুরি নিয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে।
তিনি জানান, পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার নিয়ে আসে। নিহত সাথীকে প্রথমে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্ত্রীকে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামী আটক
রাজধানীর মিরপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামীকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর মিরপুর ৭ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। ঘাতক ওই স্বামীর নাম আবদুল হান্নান।
পল্লবী থানার এসআই ও ফাঁড়ি ইনচার্জ সজীব যুগান্তরকে জানান, আবদুল হান্নানের স্ত্রী সাথী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী দেশের বাড়ি বাঘেরহাটে বসবাস করতো। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতে আবদুল হান্নান একটি বড় ছুরি নিয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে।
তিনি জানান, পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার নিয়ে আসে। নিহত সাথীকে প্রথমে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।