বিছানায় স্ত্রীর গলাকাটা লাশ, ফ্যানে ঝুলছিল স্বামী
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ২১:২০:২৩ | অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে কাজলার একটি বাসা থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন- রবিউল (২৫) ও তার স্ত্রী বন্যা (২০)। তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুপুর ২টার পর থেকেই রবিউল ও বন্যার কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির মালিক। বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলেন না। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।
তিনতলা বাসার দোতলায় নিহত দম্পতি বাস করতেন। রবিউল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, রবিউলের লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিছানায় স্ত্রীর গলাকাটা লাশ, ফ্যানে ঝুলছিল স্বামী
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে কাজলার একটি বাসা থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন- রবিউল (২৫) ও তার স্ত্রী বন্যা (২০)। তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুপুর ২টার পর থেকেই রবিউল ও বন্যার কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির মালিক। বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলেন না। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।
তিনতলা বাসার দোতলায় নিহত দম্পতি বাস করতেন। রবিউল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, রবিউলের লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।