অবরোধ তুলে নিল ঢাকা কলেজ ছাত্রলীগ
কমিটির দাবিতে আন্দোলনে নামা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা সড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছেন।দ্রুত কমিটি ঘোষণা করার আশ্বাসে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেন তারা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল (সোমবার) বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ভাইকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেখান থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আশা করছি, আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাব।
এর আগে রাত ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় তারা অবরোধ করেন।অবরোধকারীদের দাবি, গত ৬ বছর ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের তিনটি কমিটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি তিনটি হয়েছে, কিন্তু তাদের কমিটি হয়নি। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবরোধ তুলে নিল ঢাকা কলেজ ছাত্রলীগ
কমিটির দাবিতে আন্দোলনে নামা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা সড়ক থেকে তাদের অবরোধ তুলে নিয়েছেন।দ্রুত কমিটি ঘোষণা করার আশ্বাসে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেন তারা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল (সোমবার) বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) ভাইকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেখান থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আশা করছি, আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাব।
এর আগে রাত ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় তারা অবরোধ করেন।অবরোধকারীদের দাবি, গত ৬ বছর ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হচ্ছে না।এরমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের তিনটি কমিটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি তিনটি হয়েছে, কিন্তু তাদের কমিটি হয়নি। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।