বোমা বিস্ফোরণের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ২০:১৯:৩১ | অনলাইন সংস্করণ
রাজধানীর ডেমরায় আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় পৃথকভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় ১ জনসহ বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রোববার রাতে ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
ডগাইর এলাকায় যুবলীগের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- ডগাইর পূর্বপাড়া এলাকার মৃত আজীজ খন্দকারের ছেলে খোকন খন্দকার (৪৫), ডেমরা নড়াইবাগ এলাকার মৃত আমীর হোসেন ভূঁইয়ার ছেলে আলম ভূঁইয়া (৩৮), রাজাখালি এলাকার জহির আলীর ছেলে মো. সামসুল হক (৪০), কামারগোপ ৪ নং এলাকার কাজী লোকমান মিয়ার ছেলে কাজী আব্দুল জলিল মিয়া।
বাঁশেরপুল রাস্তায় বিএনপির ব্যানারে মিছিল ও বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-বড়ভাঙ্গা এলাকার হাজী আবুল কাশেমের ছেলে একেএম ফিরোজ শিকদার (৪৫), পড়াডগাইর মধুবাগ এলাকার মো. আব্দুল্লার ছেলে মো. কাউসার মিয়া (৩৬), বাঁশেরপুল এলাকার আব্দুল কাদের ভূঁইয়ার ছেলে মো. কুতুব উদ্দিন ভূঁইয়া (৫০) ও নিঝুমবাগ এলাকার মৃত আলমাস বেপারীর ছেলে মো. আবু কালাম (৩২)।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতামর্কীরা। তাদের বিরুদ্ধে পূর্বের ভৌতিক মামলাসহ বর্তমান বানোয়াট দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে বলে এখানকার অধিকাংশ নেতাকর্মীরা বাড়ি ছাড়া। অগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন প্রশাসনিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব করে গণতান্ত্রিক নিয়ম ও নীতিমালাকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ের করা দুই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বোমা বিস্ফোরণের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা
রাজধানীর ডেমরায় আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় পৃথকভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় ১ জনসহ বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রোববার রাতে ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
ডগাইর এলাকায় যুবলীগের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- ডগাইর পূর্বপাড়া এলাকার মৃত আজীজ খন্দকারের ছেলে খোকন খন্দকার (৪৫), ডেমরা নড়াইবাগ এলাকার মৃত আমীর হোসেন ভূঁইয়ার ছেলে আলম ভূঁইয়া (৩৮), রাজাখালি এলাকার জহির আলীর ছেলে মো. সামসুল হক (৪০), কামারগোপ ৪ নং এলাকার কাজী লোকমান মিয়ার ছেলে কাজী আব্দুল জলিল মিয়া।
বাঁশেরপুল রাস্তায় বিএনপির ব্যানারে মিছিল ও বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন-বড়ভাঙ্গা এলাকার হাজী আবুল কাশেমের ছেলে একেএম ফিরোজ শিকদার (৪৫), পড়াডগাইর মধুবাগ এলাকার মো. আব্দুল্লার ছেলে মো. কাউসার মিয়া (৩৬), বাঁশেরপুল এলাকার আব্দুল কাদের ভূঁইয়ার ছেলে মো. কুতুব উদ্দিন ভূঁইয়া (৫০) ও নিঝুমবাগ এলাকার মৃত আলমাস বেপারীর ছেলে মো. আবু কালাম (৩২)।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতামর্কীরা। তাদের বিরুদ্ধে পূর্বের ভৌতিক মামলাসহ বর্তমান বানোয়াট দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে বলে এখানকার অধিকাংশ নেতাকর্মীরা বাড়ি ছাড়া। অগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন প্রশাসনিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব করে গণতান্ত্রিক নিয়ম ও নীতিমালাকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ের করা দুই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।