পুলিশ দেখেই দৌড়, ধাওয়া করে যুবককে আটক
যুগান্তর প্রতিবেদন
০৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৯:০০ | অনলাইন সংস্করণ
বিএনপি ঘোষিত সমাবেশ কেন্দ্র করে আজ তৃতীয় দিনের মতো ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
এমনই একটি চেকপোস্ট বসানো হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়।
ওই চেকপোস্টে পুলিশ দেখে দৌড় দিয়ে আটক হয়েছেন গাউস নামে এক যুবক। শুক্রবার ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চলছিল। সকাল ১০টা ১০ মিনিটের দিকে একটি বাস থামানো হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশির জন্য নিচে নামতে বলা হয়।
এ সময় নিচে নেমেই দৌড় দেন গাউস নামে এক যুবক। কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। ধরতে না পেরে পুলিশের গাড়িতে করে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই ইব্রাহিম বলেন, গাউস নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুলিশ দেখেই দৌড়, ধাওয়া করে যুবককে আটক
বিএনপি ঘোষিত সমাবেশ কেন্দ্র করে আজ তৃতীয় দিনের মতো ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
এমনই একটি চেকপোস্ট বসানো হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়।
ওই চেকপোস্টে পুলিশ দেখে দৌড় দিয়ে আটক হয়েছেন গাউস নামে এক যুবক। শুক্রবার ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চলছিল। সকাল ১০টা ১০ মিনিটের দিকে একটি বাস থামানো হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশির জন্য নিচে নামতে বলা হয়।
এ সময় নিচে নেমেই দৌড় দেন গাউস নামে এক যুবক। কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। ধরতে না পেরে পুলিশের গাড়িতে করে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই ইব্রাহিম বলেন, গাউস নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।