বাড্ডা রোডে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
যুগান্তর ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩, ১৯:৫৬:০৯ | অনলাইন সংস্করণ
রাজধানীর বাড্ডা-রামপুরা সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার বিকাল থেকে রামপুরা-বাড্ডাগামী অংশটি দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়লে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।
মাহদি ফয়সাল নামে এক যাত্রী জানান, মালিবাগ থেকে বিমানবন্দরগামী গাড়িগুলো বাড্ডা ইউলুপ পার হতেই ঘণ্টাখানেক সময় লেগে যায়। বাড্ডা লিংক রোডেও যানজটে আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ।
পুলিশ জানায়, জাতীয় সংসদের অধিবেশন চলায় তেজগাঁও রোডের গাড়িগুলো এ রোডে প্রবেশ করায় ব্যস্ত সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন যুগান্তরকে বলেন, জাতীয় সংসদের অধিবেশন চলায় তেজগাঁও রোডের গাড়িগুলো হাতিরঝিল-গুলশান দিয়ে এদিকে চলে এসেছে। ফলে হাতিরঝিল ও বাড্ডা লিংক রোড দিয়ে গাড়িগুলো বের হতে সময় লাগছে।
রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাড্ডা রোডে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর বাড্ডা-রামপুরা সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার বিকাল থেকে রামপুরা-বাড্ডাগামী অংশটি দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়লে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।
মাহদি ফয়সাল নামে এক যাত্রী জানান, মালিবাগ থেকে বিমানবন্দরগামী গাড়িগুলো বাড্ডা ইউলুপ পার হতেই ঘণ্টাখানেক সময় লেগে যায়। বাড্ডা লিংক রোডেও যানজটে আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ।
পুলিশ জানায়, জাতীয় সংসদের অধিবেশন চলায় তেজগাঁও রোডের গাড়িগুলো এ রোডে প্রবেশ করায় ব্যস্ত সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন যুগান্তরকে বলেন, জাতীয় সংসদের অধিবেশন চলায় তেজগাঁও রোডের গাড়িগুলো হাতিরঝিল-গুলশান দিয়ে এদিকে চলে এসেছে। ফলে হাতিরঝিল ও বাড্ডা লিংক রোড দিয়ে গাড়িগুলো বের হতে সময় লাগছে।
রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।