চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত
উত্তরা পূর্ব থানা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৬:৩৯ | অনলাইন সংস্করণ
রাজধানীর উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের জয়নাল মার্কেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে রেলের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
নিহতের নাম সজীব চন্দ্র বর্মণ (৩৫)। তিনি এগারো সিন্ধু প্রভাতী নামে একটি ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
নিহত সজীব গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে। তিনি মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।
রোববার সকাল পৌনে ৮টার দিকে উত্তরার জয়নাল মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিকালে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর এসব তথ্য জানান।
এসআই জানান, রোববার সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি ট্রেন বিমানবন্দর পার হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনটি উত্তরা পূর্ব থানার জয়নাল মার্কেট এলাকায় পৌঁছলে ওই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যান পরিচ্ছন্নতাকর্মী সজীব চন্দ্র।
রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে- ট্রেন দুর্ঘটনায় নিহত সজীব চন্দ্র ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়ত তিনি পড়ে যেতে পারেন বলে প্রাথমিক ধরণা পুলিশের।
এসআই আলী আকবর জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বিমানবন্দর ঢাকা রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের জয়নাল মার্কেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে রেলের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
নিহতের নাম সজীব চন্দ্র বর্মণ (৩৫)। তিনি এগারো সিন্ধু প্রভাতী নামে একটি ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
নিহত সজীব গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে। তিনি মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।
রোববার সকাল পৌনে ৮টার দিকে উত্তরার জয়নাল মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিকালে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর এসব তথ্য জানান।
এসআই জানান, রোববার সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি ট্রেন বিমানবন্দর পার হয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনটি উত্তরা পূর্ব থানার জয়নাল মার্কেট এলাকায় পৌঁছলে ওই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যান পরিচ্ছন্নতাকর্মী সজীব চন্দ্র।
রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে- ট্রেন দুর্ঘটনায় নিহত সজীব চন্দ্র ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়ত তিনি পড়ে যেতে পারেন বলে প্রাথমিক ধরণা পুলিশের।
এসআই আলী আকবর জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বিমানবন্দর ঢাকা রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।