মহাখালীতে চলন্ত প্রাইভেটকারের উপর ভেঙে পড়ল গাছ
jugantor
মহাখালীতে চলন্ত প্রাইভেটকারের উপর ভেঙে পড়ল গাছ

  যুগান্তর প্রতিবেদন  

২১ মার্চ ২০২৩, ১৭:৪৬:৪৪  |  অনলাইন সংস্করণ

ছবি-সংগৃহীত

রাজধানীর মহাখালীর গুলশান-মহাখালী রোডের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারের উপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে ঝড়োহাওয়াও বৃষ্টির কারণে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় একটি গাড়ির (ঢাকা মেট্রো-গ-২৮-৬২৭৫) উপর গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।

রোজিনা আক্তার আরও বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এতে কেউ হতাহত হয়নি।

মহাখালীতে চলন্ত প্রাইভেটকারের উপর ভেঙে পড়ল গাছ

 যুগান্তর প্রতিবেদন 
২১ মার্চ ২০২৩, ০৫:৪৬ পিএম  |  অনলাইন সংস্করণ
ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

রাজধানীর মহাখালীর গুলশান-মহাখালী রোডের ওয়্যারলেস গেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারের উপর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে ঝড়োহাওয়া ও বৃষ্টির কারণে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় একটি গাড়ির (ঢাকা মেট্রো-গ-২৮-৬২৭৫) উপর গাছটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে গাড়িটি উদ্ধার করে।

রোজিনা আক্তার আরও বলেন, গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এতে কেউ হতাহত হয়নি। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন