ডেমরায় ৩ দোকানে চুরি, মার্কেট মালিক গ্রেফতার
jugantor
ডেমরায় ৩ দোকানে চুরি, মার্কেট মালিক গ্রেফতার

  যুগান্তর প্রতিবেদন  

২২ মার্চ ২০২৩, ২১:৫৯:৫৮  |  অনলাইন সংস্করণ

রাজধানীর ডেমরায় হাজী হোসেন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শাওমি শোরুমসহ ৩টি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মার্কেট মালিক আব্দুল কাইয়ুমকে (৫৫) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে ডেমরার মার্কেটে অবস্থিত অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিনগত রাতে ডেমরা থানায় কাইয়ুমসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন শাওমি মোবাইল ফোনের দোকানের ম্যানেজার রাসেল মিয়া।

রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত দোকানগুলোতে পৃথকভাবে চুরি হয়েছে বলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এ সময় ৪৬টি এন্ড্রয়েট মোবাইল ফোন যার অনুমানিক মূল্য ৬ লাখ ১৩ হাজার ৯৭৫ টাকা ও নগদ ১ লাখ ৯৩ হাজার ৩৬০ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। গ্রেফতার কাইয়ুম ডেমরার নড়াইবাগ এলাকার মৃত হাজী হোসেনের ছেলে।

হাজী হোসেন প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা জানান, নিরাপত্তা প্রহরী কম থাকার কারণে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। আর এসব চুরি পরিকল্পিতভাবে করা হয় বলে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা কখনই জোরদার করেননি মার্কেটের মালিক কাইয়ুম।

মার্কেটের ব্যবসায়ীরা আরও জানান, চুরি প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য মার্কেট কর্তৃপক্ষের কাছে আমরা প্রয়োজনীয় প্রহরীসহ লোকবল বাড়ানোর প্রস্তাব দিচ্ছি গত তিন বছর ধরে।

এদিকে সার্ভিস চার্জ নিয়মিত আদায় করলেও মার্কেট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অথচ সম্প্রতি সার্ভিস চার্জ ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

এ নিয়ে ৩৬৫টি দোকানের ব্যবসায়ীরা আপত্তি জানালে মার্কেটের মালিক তার একক সিদ্ধান্তে গত ২৭ ফেব্রুয়ারি মার্কেটের কমিটিও বিলুপ্তি ঘোষণা করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান পিপিএম বলেন, দ্রুত অজ্ঞাত অভিযুক্তদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত কাইয়ুমের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেমরায় ৩ দোকানে চুরি, মার্কেট মালিক গ্রেফতার

 যুগান্তর প্রতিবেদন 
২২ মার্চ ২০২৩, ০৯:৫৯ পিএম  |  অনলাইন সংস্করণ

রাজধানীর ডেমরায় হাজী হোসেন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শাওমি শোরুমসহ ৩টি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মার্কেট মালিক আব্দুল কাইয়ুমকে (৫৫) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। 

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে ডেমরার মার্কেটে অবস্থিত অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিনগত রাতে ডেমরা থানায় কাইয়ুমসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন শাওমি মোবাইল ফোনের দোকানের ম্যানেজার রাসেল মিয়া। 

রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত দোকানগুলোতে পৃথকভাবে চুরি হয়েছে বলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। এ সময় ৪৬টি এন্ড্রয়েট মোবাইল ফোন যার অনুমানিক মূল্য ৬ লাখ ১৩ হাজার ৯৭৫ টাকা ও নগদ ১ লাখ ৯৩ হাজার ৩৬০ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। গ্রেফতার কাইয়ুম ডেমরার নড়াইবাগ এলাকার মৃত হাজী হোসেনের ছেলে।  

হাজী হোসেন প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা জানান, নিরাপত্তা প্রহরী কম থাকার কারণে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। আর এসব চুরি পরিকল্পিতভাবে করা হয় বলে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা কখনই জোরদার করেননি মার্কেটের মালিক কাইয়ুম। 

মার্কেটের ব্যবসায়ীরা আরও জানান, চুরি প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য মার্কেট কর্তৃপক্ষের কাছে আমরা প্রয়োজনীয় প্রহরীসহ লোকবল বাড়ানোর প্রস্তাব দিচ্ছি গত তিন বছর ধরে। 

এদিকে সার্ভিস চার্জ নিয়মিত আদায় করলেও মার্কেট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অথচ সম্প্রতি সার্ভিস চার্জ ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। 

এ নিয়ে ৩৬৫টি দোকানের ব্যবসায়ীরা আপত্তি জানালে মার্কেটের মালিক তার একক সিদ্ধান্তে গত ২৭ ফেব্রুয়ারি মার্কেটের কমিটিও বিলুপ্তি ঘোষণা করেন।  

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান পিপিএম বলেন, দ্রুত অজ্ঞাত অভিযুক্তদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত কাইয়ুমের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন