'গুম- খুনের' বিচার এদেশে মাটিতেই হবে: ফুটবলার আমিনুল হক
যুগান্তর প্রতিবেদন
২৩ মার্চ ২০২৩, ০০:১১:০৭ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, এই অবৈধ সরকার নিজেদের ক্ষমতার টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা ও নির্যাতন করছে।
মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপি'র লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে।হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে।ইনশাআল্লাহ এই দিনের পরিবর্তন হবেই। সেদিন এসব নির্যাতনের হিসেব কড়ায়-কণ্ডায় নেওয়া হবে। জনতার আদালতে সেই বিচার করা হবে।
বুধবার পল্লবী-রূপনগর এলাকায় বিগত দিনে ' গুমের ' শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে রোজা ও ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর উপহার সামগ্রী দেওয়া হয়।
আমিনুল হক বলেন, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারে না।এই অবৈধ স্বৈরাচার সরকারও পারবে না।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
এ সময় রূপনগর পল্লবী এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
'গুম- খুনের' বিচার এদেশে মাটিতেই হবে: ফুটবলার আমিনুল হক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, এই অবৈধ সরকার নিজেদের ক্ষমতার টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা ও নির্যাতন করছে।
মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপি'র লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে।হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে।ইনশাআল্লাহ এই দিনের পরিবর্তন হবেই। সেদিন এসব নির্যাতনের হিসেব কড়ায়-কণ্ডায় নেওয়া হবে। জনতার আদালতে সেই বিচার করা হবে।
বুধবার পল্লবী-রূপনগর এলাকায় বিগত দিনে ' গুমের ' শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে রোজা ও ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর উপহার সামগ্রী দেওয়া হয়।
আমিনুল হক বলেন, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারে না।এই অবৈধ স্বৈরাচার সরকারও পারবে না।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।
এ সময় রূপনগর পল্লবী এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।