ঢামেকে চুরির অভিযোগে প্রকৌশলী আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চুরির অভিযোগে জাকির হোসেন (৩২) নামে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ঢামেকের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।
হাসপাতাল সূত্র বলছে, আলট্রাসাউন্ড (থেরাপি) মেশিনের একটি যন্ত্রাংশ চুরির অভিযোগে তাকে আটক করা হয়।
বিএসসি ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঢাকা মেডিকেলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ করেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। লালবাগের চেয়ারম্যানগলি এলাকায় বসবাস করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্বীকার করেছেন, হাসপাতাল থেকে চুরি হওয়া যন্ত্রটি তার বাসায় রয়েছে। যন্ত্রটি উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার আবদুর রউফ বলেন, চিকিৎসকরা তাকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন। যন্ত্রাংশ চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির সঙ্গে তার চেহারার হুবহু মিল রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢামেকে চুরির অভিযোগে প্রকৌশলী আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চুরির অভিযোগে জাকির হোসেন (৩২) নামে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ঢামেকের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।
হাসপাতাল সূত্র বলছে, আলট্রাসাউন্ড (থেরাপি) মেশিনের একটি যন্ত্রাংশ চুরির অভিযোগে তাকে আটক করা হয়।
বিএসসি ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঢাকা মেডিকেলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ করেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। লালবাগের চেয়ারম্যানগলি এলাকায় বসবাস করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্বীকার করেছেন, হাসপাতাল থেকে চুরি হওয়া যন্ত্রটি তার বাসায় রয়েছে। যন্ত্রটি উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার আবদুর রউফ বলেন, চিকিৎসকরা তাকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন। যন্ত্রাংশ চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির সঙ্গে তার চেহারার হুবহু মিল রয়েছে।