রাজধানীতে ৪ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা
যুগান্তর প্রতিবেদন
৩১ মার্চ ২০২৩, ১৮:০৮:০৪ | অনলাইন সংস্করণ
রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ জানান, বৃহস্পতিবার উত্তরখান থানাধীন উজামপুর ও মৈনারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লাইসেন্সবিহীন মোড়কজাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স গ্রীন কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী মো. শাহাদত হোসেনকে ৫০ হাজার টাকা, আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. শহর উদ্দিনকে ৫০ হাজার টাকা, তামান্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরকার মো. শামীম আহমেদকে ৫০ হাজার টাকা এবং মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজধানীতে ৪ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা
রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ জানান, বৃহস্পতিবার উত্তরখান থানাধীন উজামপুর ও মৈনারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লাইসেন্সবিহীন মোড়কজাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স গ্রীন কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী মো. শাহাদত হোসেনকে ৫০ হাজার টাকা, আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. শহর উদ্দিনকে ৫০ হাজার টাকা, তামান্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরকার মো. শামীম আহমেদকে ৫০ হাজার টাকা এবং মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।