পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ বইয়ের মোড়ক উন্মোচন
দেশের বিশিষ্ট পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান, এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিসিন সার্ভিস) ডা. আরিফ মাহমুদ এবং ডা. আক্তারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, পুষ্টিবিদ, রন্ধনশিল্পী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর এবং ভারত থেকে ডায়াবেটিক শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করা তামান্না চৌধুরী দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন। বেসরকারি এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন তিনি। হাসপাতালে নিয়মিত রোগী দেখার পাশাপাশি তিনি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, সেভার বাংলাদেশের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সচেতনতামূলক অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন। একই সঙ্গে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত খাদ্যাভ্যাস নিয়ে সচেতনামূলক কথা বলে আসছেন।এছাড়াও মানুষকে স্বাস্থ্য সচেতন করতে পত্রিকা ও বিভিন্ন নিউজপোর্টালে লেখালেখি করেন তিনি।পুষ্টিবিজ্ঞানকে বাংলাদেশে একটি উঁচু আসন দেওয়ার জন্য, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন এই পুষ্টিবিদ।
তামান্না চৌধুরী বলেন, তার দুই দশকের কর্মজীবনে তিনি হাজার হাজার কিডনি রোগীর সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছেন। নিজের সেই অভিজ্ঞতার আলোকে কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য সঠিক পুষ্টি নির্দেশিকা পরামর্শ দিয়ে বইটি লিখেছেন তিনি।
পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ বইয়ের মোড়ক উন্মোচন
যুগান্তর প্রতিবেদন
২৭ মে ২০২৩, ০১:৫৯:২৫ | অনলাইন সংস্করণ
দেশের বিশিষ্ট পুষ্টিবিদ তামান্না চৌধুরীর ‘কিডনিবান্ধব পথ্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান, এভারকেয়ার হাসপাতালের পরিচালক (মেডিসিন সার্ভিস) ডা. আরিফ মাহমুদ এবং ডা. আক্তারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, পুষ্টিবিদ, রন্ধনশিল্পী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর এবং ভারত থেকে ডায়াবেটিক শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করা তামান্না চৌধুরী দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন। বেসরকারি এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন তিনি।হাসপাতালে নিয়মিত রোগী দেখার পাশাপাশি তিনি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, সেভার বাংলাদেশের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সচেতনতামূলক অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন। একই সঙ্গে গণমাধ্যম, সোশ্যালমিডিয়ায় নিয়মিত খাদ্যাভ্যাসনিয়ে সচেতনামূলক কথা বলে আসছেন।এছাড়াওমানুষকে স্বাস্থ্য সচেতন করতে পত্রিকা ও বিভিন্ন নিউজপোর্টালে লেখালেখি করেন তিনি।পুষ্টিবিজ্ঞানকে বাংলাদেশে একটি উঁচু আসন দেওয়ার জন্য, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন এই পুষ্টিবিদ।
তামান্না চৌধুরী বলেন, তার দুই দশকের কর্মজীবনে তিনি হাজার হাজার কিডনি রোগীর সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছেন। নিজের সেই অভিজ্ঞতার আলোকে কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য সঠিক পুষ্টি নির্দেশিকা পরামর্শ দিয়ে বইটি লিখেছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023