যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারি গ্রেফতার

 যুগান্তর প্রতিবেদন 
০২ জুন ২০২৩, ১০:৪০ পিএম  |  অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন- কাল্লু (৩৩), শান্ত (২৪) ও জাহিদ (২৫)। তাদের কাছ থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

শুক্রবার র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন ছিনতাইকারিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

তিনি আরও জানান, আসামি কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুটি ছিনতাই, একটি মাদক মামলা এবং আসামি শান্তর বিরুদ্ধে কোতোয়ালি ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন