কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত

 ডেমরা (ঢাকা) প্রতিনিধি 
০৭ জুন ২০২৩, ০৫:২৯ পিএম  |  অনলাইন সংস্করণ
কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ হাসান আল কারামি (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় কাভার্ড ভ্যানটি (চট্ট মেট্রো ট ১১-৬৬৮৩) আটক করা হলেও চালক পালিয়ে যায়। 

ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুল-কোনাপাড়া এলাকায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় লিখিত আবেদনের ভিত্তিতে ওই রাতেই ময়নাতদন্তে ছাড়াই লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে ডেমরা থানা পুলিশ। নিহত মাসুদ হাসান চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার নাচোল এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। তিনি আইটেল মোবাইল টেলিকম কোম্পানির টেকনিক্যাল ম্যানেজার হিসেবে ৬ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক বছর বয়সি পুত্রসন্তান নিয়ে কোনাপাড়া কনকর্ড ভ্যালীতে ভাড়া থাকতেন। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার পরই চালক পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন