১০ জোনের ৫টিতে পানি সরবরাহে সংকট: ওয়াসা এমডি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ‘দয়া করে পানি ব্যবহারে মিতব্যয়ী হোন। কারণ লোডশেডিংয়ের কারণে ঢাকায় ওয়াসার ১০টি জোনের মধ্যে ৫টি জোনেই পানি সরবরাহে সংকট হচ্ছে। বিদ্যুৎ নিয়মিত না পাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে।’ এই পরিস্থিতিতে রাজধানীবাসীকে পানি কম ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবার কাওরানবাজারে ওয়াসা ভবনে চলমান পানি সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহীদউদ্দিন, উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক প্রমুখ।
তাকসিম এ খান বলেন, পানি প্রোডাকশন আমরা করতে পারছি, কিন্তু এটা সাপ্লাই দেওয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন। কিছুদিন ধরে আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। ফলে আমাদের পাম্পগুলো বন্ধ থাকছে। যেসব এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। এ কাজে ঢাকা ওয়াসার ৪৮টি পানির গাড়ি কাজ করছে। ছোট রাস্তার জন্য ১৭টি ট্রলি গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তবে বিদ্যুৎ বিভ্রাটের জন্য গাড়িতেও পানি ভরতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, রানিং বা কল ছেড়ে দিয়ে পানি ব্যবহার করলে পানি অপচয় বেশি হয়। সেক্ষেত্রে কোনও পাত্রে প্রথমে পানি নিয়ে এরপর সেটা ব্যবহার করুন। অতিরিক্ত গরমের সময় অনেকে পানি ছেড়ে অপেক্ষা করেন, কারণ অনেক সময় পানি গরম আসে। দয়া করে এটা করবেন না। গরমের সময় অনেকেই একাধিকবার গোসল করেন, পানি বেশি ব্যবহার করেন, এটা আসলে ঠিক নয়। অন্যদিকে অনেকে পানি পাচ্ছেন না। পানি জমিয়ে রেখে দুইদিনের পানি তিনদিন ব্যবহার করুন। এতে পানির কিছুটা সাশ্রয় হবে বলে উল্লেখ করেন তিনি।
১০ জোনের ৫টিতে পানি সরবরাহে সংকট: ওয়াসা এমডি
যুগান্তর প্রতিবেদন
০৮ জুন ২০২৩, ২০:৪৪:৪৭ | অনলাইন সংস্করণ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ‘দয়া করে পানি ব্যবহারে মিতব্যয়ী হোন। কারণ লোডশেডিংয়ের কারণে ঢাকায় ওয়াসার ১০টি জোনের মধ্যে ৫টি জোনেই পানি সরবরাহে সংকট হচ্ছে। বিদ্যুৎ নিয়মিত না পাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে।’ এই পরিস্থিতিতে রাজধানীবাসীকে পানি কম ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
বৃহস্পতিবারকাওরানবাজারে ওয়াসা ভবনে চলমান পানি সংকট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহীদউদ্দিন, উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক প্রমুখ।
তাকসিম এ খান বলেন, পানি প্রোডাকশন আমরা করতে পারছি, কিন্তু এটা সাপ্লাই দেওয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন। কিছুদিন ধরে আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। ফলে আমাদের পাম্পগুলো বন্ধ থাকছে। যেসব এলাকায় পানির সমস্যা হচ্ছে, সেখানে ওয়াসার গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। এ কাজে ঢাকা ওয়াসার ৪৮টি পানির গাড়ি কাজ করছে। ছোট রাস্তার জন্য ১৭টি ট্রলি গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তবে বিদ্যুৎ বিভ্রাটের জন্য গাড়িতেও পানি ভরতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, রানিং বা কল ছেড়ে দিয়ে পানি ব্যবহার করলে পানি অপচয় বেশি হয়। সেক্ষেত্রে কোনও পাত্রে প্রথমে পানি নিয়ে এরপর সেটা ব্যবহার করুন। অতিরিক্ত গরমের সময় অনেকে পানি ছেড়ে অপেক্ষা করেন, কারণ অনেক সময় পানি গরম আসে। দয়া করে এটা করবেন না। গরমের সময় অনেকেই একাধিকবার গোসল করেন, পানি বেশি ব্যবহার করেন, এটা আসলে ঠিক নয়। অন্যদিকে অনেকে পানি পাচ্ছেন না। পানি জমিয়ে রেখে দুইদিনের পানি তিনদিন ব্যবহার করুন। এতে পানির কিছুটা সাশ্রয় হবে বলে উল্লেখ করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023