এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস

 যুগান্তর প্রতিবেদন 
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ এএম  |  অনলাইন সংস্করণ
এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস
এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস। ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সোমবার থেকে বাস চলাচল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বেলা ১১টা থেকে প্রাথমিকভাবে ৮টি দ্বিতলবাস দিয়ে এই চলাচল শুরু হওয়ার কথা।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা হিটলার বল রোববার সাংবাদিকদের বলেন, সোমবার বেলা ১১টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ী সংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হবে।

জানা গেছে, এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে। ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে।

এর পর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল ৭টা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন